Drug Chocolate | ‘চকোলেটে’র নামে নেশার বিষ! মাদক মিশ্রিত চকোলেট চক্রের শিকার যুব সমাজ
Friday, November 15 2024, 7:23 am
Key Highlights
বেঙ্গালুরুর নানা বাজারে আয়ুর্বেদিক ওষুধের মোড়কে এই মাদক মিশ্রিত চকোলেট বিক্রি করা হচ্ছে ‘মহাকাল মুনাক্কা ভাটি’ নামে।
‘আয়ুর্বেদিক ওষুধ’ বা ‘চকোলেটে’র দেদার বিকোচ্ছে নেশার বিষ ! জানা গিয়েছে, বেঙ্গালুরুর নানা বাজারে আয়ুর্বেদিক ওষুধের মোড়কে এই মাদক মিশ্রিত চকোলেট বিক্রি করা হচ্ছে ‘মহাকাল মুনাক্কা ভাটি’ নামে। বিক্রয়স্থল হিসেবে টার্গেট করা হয়েছে পান সিগারেটের দোকানগুলিকে। আর এই চকোলেট কেনার জন্য যুব সমাজের মধ্যে রীতিমতো পরে গিয়েছে হিড়িক। ইতিমধ্যেই এই চক্রে মোট ছ’জনকে গ্রেপ্তার করেছে বেঙ্গালুরু পুলিশ। জিতু নামের ধৃত যুবক উত্তরপ্রদেশ থেকে এই ‘মহাকাল মুনাক্কা ভাটি’ সংগ্রহ করে বেঙ্গালুরুর বাজারে ছড়িয়ে দেওয়ার কাজ করতো।
- Related topics -
- দেশ
- ভারত
- বেঙ্গালুরু
- ক্রাইম
- মাদক দ্রব্য
- খাদ্য