Howrah | ভোগান্তি! হাওড়া পুর এলাকায় প্রায় ১৬ ঘণ্টা বন্ধ থাকবে পানীয় জলের পরিষেবা! জানুন কবে কখন?

Tuesday, December 16 2025, 3:35 pm
highlightKey Highlights

পাইপ লাইনের কাজ সহ একাধিক কারণে হাওড়া পুর এলাকায় বন্ধ থাকতে চলেছে পানীয় জল পরিষেবা।


পাইপ লাইনের কাজ সহ একাধিক কারণে হাওড়া পুর এলাকায় বন্ধ থাকতে চলেছে পানীয় জল পরিষেবা। হাওড়া পুরনিগমের তরফে জানানো হয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৮ ডিসেম্বর দুপুর ১টা থেকে পরের দিন শুক্রবার, ১৯ ডিসেম্বর ভোর সাড়ে ৫টা পর্যন্ত পুরনিগমের সবকটি ওয়ার্ডে (১ থেকে ৫০) পরিশ্রুত পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে।হাওড়া পুরনিগম সূত্রে খবর, KMDA, পদ্মপুকুর জলপ্রকল্প ও পুরনিগমের জল সরবরাহ দপ্তর যৌথ ভাবে শহরের বিভিন্ন স্থানে পাইপ লাইন সংস্কার, মেরামতের কাজ, পাইপ লাইনের আন্তঃসংযোগের কাজ সহ একগুচ্ছ কাজ করবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File