Siddhi Vinayak Temple | মুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরে চালু 'ড্রেস কোড', কড়া নির্দেশ মন্দির প্রশাসনের
Wednesday, January 29 2025, 4:47 am
Key Highlightsমুম্বইয়ের সিদ্ধিবিনায়ক মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকে যদি কোনও পুণ্যার্থী শালীন পোশাক না পরে আসেন, তবে তাকে মন্দিরে ঢুকতে দেওয়া হবে না।
মুম্বইয়ের বিখ্যাত সিদ্ধিবিনায়ক মন্দিরে চালু নয়া নিয়ম। এই বিখ্যাত মন্দিরে এবার চালু হলো ড্রেস কোড। এদিন শ্রী সিদ্ধিবিনায়ক গণপতি মন্দির ট্রাস্টের তরফে নির্দেশিকা জারি করে জানানো হলো, এবার থেকে সিদ্ধিবিনায়ক মন্দিরে ছেঁড়া ফাঁটা পোশাক, শর্ট স্কার্ট বা এমন কোনও পোশাক যেখানে অঙ্গ প্রদর্শন হয়, তা পরা যাবে না, পড়তে হবে ভারতীয় পোশাক। মন্দির কতৃপক্ষ জানিয়েছে, আগামী সপ্তাহ থেকেই এই নিয়ম কার্যকর হবে। ভক্তদের অভিযোগের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্দির কতৃপক্ষ।
- Related topics -
- দেশ
- মুম্বাই
- মন্দির
- প্রাচীনতম মন্দির
- নতুন নিয়ম

