খেলাধুলা

Dream11 | এশিয়া কাপের আগেই ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে Dream11!

Dream11 | এশিয়া কাপের আগেই ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে দাঁড়াচ্ছে Dream11!
Key Highlights

দেশে নিষিদ্ধ হতে চলেছে অনলাইন গেমিং প্ল্যাটফর্মগুলি যেখানে আসল টাকার লেনদেন হত। ড্রিম ১১-ও এমনই একটি প্ল্যাটফর্ম।

২০২৩ সালে বিসিসিআইর সঙ্গে ৩৫৮ কোটি টাকার চুক্তি সই করে ড্রিম ১১ গেমিং প্ল্যাটফর্ম। প্রতিটি হোম ম্যাচের জন্য ৩ কোটি টাকা এবং দেশের বাইরে ম্যাচের জন্য ১ কোটি টাকা করে চূড়ান্ত হয়। গুঞ্জন, এবার ভারতীয় ক্রিকেট টিমের স্পনসরশিপ থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ড্রিম ১১। আসন্ন এশিয়া কাপে স্পনসর ছাড়াই নামতে হতে পারে ভারতীয় ক্রিকেট দলকে। উল্লেখ্য, চলতি বাদল অধিবেশনে প্রোমোশন অ্যান্ড রেগুলেশন অব ''অনলাইন গেমিং বিল ২০২৫'' পাশ হয়েছে। পাততাড়ি গুটিয়েছে বহু বেটিং সংস্থা। একই রাস্তায় হাঁটছে ড্রিম ১১ও।