Mounted Gun Canon | এক মিনিটে ছুড়বে ৬টি গোলা! অত্যাধুনিক কামান ‘মাউন্টেড গান’ প্রস্তুত করল DRDO!
Monday, July 7 2025, 3:07 pm
Key Highlightsএই মারণাস্ত্র যে লক্ষ্যবস্তুতে আঘাত করে তার ৫০ বর্গমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
এক মিনিটে ৬টি গোলা ছুড়তে সক্ষম অত্যাধুনিক ‘মাউন্টেড গান’ প্রস্তুত করল DRDO’র ভেহিকেল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এস্টাবলিশমেন্ট। মরুভূমি, সমতল, সিয়াচেনের দুর্গম পর্বত বা উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চল, যে কোনও জায়গায় শত্রু শিবিরকে তছনছ করে দেবে এই কামান! রিস্টার্ট হতে এই চলমান কামানের সময় লাগে মাত্র ৮৫ সেকেন্ড। সহজে পরিবহণযোগ্য ‘মাউন্টেন গান’ ট্রেন বা সি ১৭ পরিবহন বিমানের মাধ্যমে যে কোনও জায়গায় নিয়ে যাওয়া যেতে পারে। এই মারণাস্ত্র যে লক্ষ্যবস্তুতে আঘাত করে তার ৫০ বর্গমিটার এলাকা পুরোপুরি ধ্বংস হয়ে যায়।
- Related topics -
- দেশ
- ভারত
- প্রতিরক্ষা
- প্রতিরক্ষা বাহিনী
- ভারতীয় সেনা
- ডিআরডিও

