DRDO | ভারতের নৌসেনার জন্য সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে DRDO

Thursday, September 12 2024, 5:01 am
highlightKey Highlights

পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র থাকবে ভারতের নৌসেনার ডুবোজাহাজে।


এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র বানাচ্ছে DRDO। পরমাণু অস্ত্র বহনে সক্ষম এই ক্ষেপণাস্ত্র থাকবে ভারতের নৌসেনার ডুবোজাহাজে। ব্যালেস্টিক মিশাইলের পোশাকি নাম কে৫। সূত্রে খবর, ৯০০০ কিমি দূরে হামলা চালাতে সক্ষম এই আধুনিক অস্ত্র। দেশীয় প্রযুক্তিতে তৈরি এই ক্ষেপণাস্ত্রটি ২০০০ কেজি বিস্ফোরক বহন করতে পারে। পাশাপাশি এমআইআরভি প্রযুক্তি ব্যবহার করায় একসঙ্গে একাধিক নিশানায় হামলা চালাতে সক্ষম ক্ষেপণাস্ত্রটি। ৩৯ ফুট দৈর্ঘ্যের কে৬ ক্ষেপণাস্ত্র তিন হাজার কেজি ওজনের পরমাণু অস্ত্র বহন করতে পারবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File