DRDO-Fighter Jet | ভারতে তৈরী হচ্ছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানের ইঞ্জিন! উদ্যোগে DRDO

Saturday, October 18 2025, 2:09 pm
highlightKey Highlights

ইতিমধ্যে ৬৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করে দিয়েছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)।


মোদির আত্মনির্ভরতা সংকল্প বাস্তবায়িত করতে উদ্যোগী DRDO। ভারতীয় বায়ুসেনার জন্য যুদ্ধবিমানের ইঞ্জিন তৈরি করতে ৬৫ হাজার কোটি টাকার প্রকল্পের কাজ শুরু করেছে ভারতীয় প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)। প্রতিরক্ষা গবেষণাগার কর্তা এসভি রামানা মূর্তি জানিয়েছেন, “দেশীয় প্রযুক্তিতে তৈরি যুদ্ধবিমানের জন্য ইঞ্জিনের চাহিদাপূরণই লক্ষ্য। আগামী এক দশকের মধ্য চাহিদা পূরণের জন্য উৎপাদন শুরু করা হবে।” ২০৩৫ সালের মধ্যে পঞ্চম প্রজন্মের এই যুদ্ধবিমানের উপোযোগী ইঞ্জিনের নির্মাণ এবং বাণিজ্যিক উৎপাদন শুরু হবে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File