Visva Bharati | দেড় বছর পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী! উপাচার্যের দায়িত্বে বিশ্বভারতীরই প্রাক্তনী ড. প্রবীর কুমার ঘোষ!

Tuesday, March 18 2025, 6:24 pm
Visva Bharati | দেড় বছর পর স্থায়ী উপাচার্য পেল বিশ্বভারতী! উপাচার্যের দায়িত্বে বিশ্বভারতীরই প্রাক্তনী ড. প্রবীর কুমার ঘোষ!
highlightKey Highlights

বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পদে ড. প্রবীর কুমার ঘোষ নাম ঘোষণা করা হয়েছে।


প্রায় দেড় বছর পর স্থায়ী উপাচার্য নিযুক্ত হল বিশ্বভারতীতে। কর্মসচিব অশোক মাহাতো মঙ্গলবার জানান, কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানেই বিশ্বভারতীর স্থায়ী উপাচার্য পদে ড. প্রবীর কুমার ঘোষ নাম ঘোষণা করা হয়েছে। আগামী ৫ বছর তিনি এই পদে আসীন থাকবেন। উল্লেখ্য, প্রবীর কুমার ঘোষ বিশ্বভারতীরই প্রাক্তনী। ১৯৮১ সাল থেকে ৮৫ সাল পর্যন্ত তিনি বিশ্বভারতীর কৃষি বিভাগের ছাত্র ছিলেন। এর আগে তিনি ছত্তিশগড়ের রায়পুরের ICAR এর উপাচার্য হয়েছিলেন।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File