গুগল একটি ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল ভারতীয় সেল বায়োলজিস্ট ড. কমল রনদিভেকে
Monday, November 8 2021, 11:06 am
Key Highlights
৮ই নভেম্বর কমল রনদিভের ১০৪তম জন্মদিবস উপলক্ষ্যে একটি ডুডলের মাধ্যমে শ্রদ্ধা জানাল গুগল। এই ডুডলটি এঁকেছেন ভারতীয় শিল্পী ইব্রাহিম রেইন্তাকাথ। কমল রনদিভ ভারতের একজন বিশিষ্ট সেল বায়োলজিস্ট ছিলেন। ক্যানসারের ক্ষেত্রে তাঁর গবেষণা সুদূরপ্রসারী ফল দিয়েছে। তিনিই প্রথম বিজ্ঞানী যিনি স্তন ক্যানসারের সঙ্গে হেরিডিটির সংযোগ তুলে ধরেন। কুষ্ঠের ক্ষেত্রেও তাঁর জরুরি গবেষণা রয়েছে। ১৯১৭ সালে পুণেতে তাঁর জন্ম। তিনিই প্রথম ভারতীয় যিনি দেশে টিসু কালচার ল্যাবরেটরি প্রতিষ্ঠা করেছিলেন।
- Related topics -
- লাইফস্টাইল
- গুগল
- ডুডল
- সেল বায়োলজিস্ট
- কমল রনদিভ