R G Kar | পুনর্বাসনের পরও বিক্ষোভের মুখে পড়লেন 'তিলোত্তমা'র বিভাগের প্রধান! ঘরবন্দি করে রাখলো মালদহ মেডিক্যালের জুনিয়র চিকিৎসকরা
Thursday, August 29 2024, 12:46 pm
Key Highlightsমালদহ মেডিক্যালে পুনর্বাসন দেওয়া হয় তাঁকে। তবে বৃহস্পতিবার সেখানে যোগদান করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।
আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চেষ্ট মেডিসিন বিভাগ অর্থাৎ 'তিলোত্তমা'র বিভাগের প্রধান ছিলেন ডাঃ অরুণাভ দত্ত চৌধুরী। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের দাবি মেনে তাঁকে অপসারণ করা হয়। এরপর মালদহ মেডিক্যালে পুনর্বাসন দেওয়া হয় তাঁকে। তবে বৃহস্পতিবার সেখানে যোগদান করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি। অধ্যক্ষের ঘরে ঢোকার পরই তাঁকে ঘরবন্দি করেন ওই হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের স্পষ্ট হুঁশিয়ারি, “অভিযোগ খারিজ না হওয়া পর্যন্ত কাজে যোগ দিতে দেব না।”
- Related topics -
- আর জি কর কান্ড
- ক্রাইম
- রাজ্য
- পশ্চিমবঙ্গ

