আন্তর্জাতিকপাক সেনারা এ বার যুদ্ধের মহড়া শুরু করল আফগানিস্তানের সীমান্ত লাগোয়া এলাকায়
আফগানিস্তানে চলতে থাকা গৃহযুদ্ধের আবহের মধ্যেই পাক সেনাবাহিনী সীমান্তে যুদ্ধ মহড়া শুরু করল। এই সমর অনুশীলনের ক্ষেত্রে পাক সেনাদের দোসর সাবেক সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত মধ্য এশিয়ার রাষ্ট্র কাজাখস্তানের ফৌজ। বর্তমান পরিস্থিতিতে সামরিক বিশেষজ্ঞদের একাংশ আফগান সীমান্তে পাক সেনার এই ‘তৎপরতা’ ইঙ্গিতবাহী বলেই মনে করছেন। জানা যাচ্ছে গত বুধবার বিকেল থেকে খাইবার-পাখতুনখোয়া প্রদেশের পব্বিতে পাক সেনার সন্ত্রাস বিরোধী যুদ্ধ প্রশিক্ষণ কেন্দ্রে যৌথ মহড়া শুরু হয়েছে। এই মহড়ার নাম দেওয়া হয়েছে ‘দোস্তারম-৩’ । পাক সেনার ‘স্পেশাল ফোর্স’-এর ইউনিটগুলি এই মহড়ায় অংশ নিচ্ছে।