দেশ

Doomsday Fish | আরও কোনও বিপর্যয় আসন্ন ভারতে? তামিলনাড়ুতে ধরা পড়লো 'ডুমসডে ফিশ'!

Doomsday Fish | আরও কোনও বিপর্যয় আসন্ন ভারতে? তামিলনাড়ুতে ধরা পড়লো 'ডুমসডে ফিশ'!
Key Highlights

এই ওরফিশটি 'প্রলয় মাছ' নামেও পরিচিত। কারণ এগুলি আসন্ন ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দেয় বলে মনে করা হয়ে থাকে।

আরও বিপদ ধেঁয়ে আসছে ভারতে? আসছে কোনও বড় বিপর্যয়? তামিলনাড়ুর সমুদ্র সৈকতে 'ডুমসডে ফিশ' (doomsday fish) ভেসে আসার পর এমনই প্রশ্ন উঠছে। এই মাছ একটি বিরল ওরফিশ। দেখতে ঝলমলে রুপোলি রঙের, ফিতের মতো দেহ। এই ওরফিশটি 'প্রলয় মাছ' নামেও পরিচিত। কারণ এগুলি আসন্ন ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দেয় বলে মনে করা হয়ে থাকে। ২০১১ সালে যখন জাপানে ভূমিকম্প হয় ও সুনামি আছড়ে পড়ে, তার কয়েকদিন আগে এই ওরফিশ দেখতে পাওয়া গিয়েছিল। সম্প্রতি ৩০ ফুট লম্বা 'ডুমসডে ফিশ' বা এই ওরফিশ ধরা পড়েছে। তারপর থেকেই আশঙ্কিত সবাই।