Kashi Vishwanath Temple | দানে রেকর্ড, মহাকুম্ভের জেরে ভিড় বাড়ছে বেনারসে, ভরছে কাশী বিশ্বনাথের ভাঁড়ারও
Saturday, February 15 2025, 4:21 am
Key Highlightsআধিকারিকরা জানিয়েছেন, মহাকুম্ভে স্নানের পরে পূণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন বেনারসে। এর ফলে সেখানে আয়ও অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
চলছে মহাকুম্ভ মহাস্নান। ইতিমধ্যেই ৫০ কোটির বেশি পুণ্যার্থী স্নান করেছেন ত্রিবেণী সঙ্গমে। পরিসংখ্যান বলছে, মহাকুম্ভে স্নানের পাশাপাশি পুণ্যার্থীরা ভিড় জমাচ্ছেন বেনারসেও। ফলে কাশী বিশ্বনাথ মন্দিরের ভাঁড়ারে উপচে পড়ছে পুণ্যার্থীদের দানে। মন্দিরের আয় বৃদ্ধি পেয়েছে অনেকটাই। এখন পর্যন্ত মন্দিরের দান বাক্স থেকে ৭ কোটির বেশি নগদ টাকা পাওয়া গিয়েছে। মন্দিরের কতৃপক্ষ জানান এখনও অতিরিক্ত দান বাক্স, সোনা, রূপা গোনা বাকি রয়েছে। উল্লেখ্য, কাশীতে ভিড় সামাল দিতে আরতির টিকিট বিক্রি বন্ধ করেছে মন্দির প্রশাসন।
- Related topics -
- দেশ
- মহাকুম্ভ
- কাশী বিশ্বনাথ মন্দির
- অর্থনৈতিক

