Trump-Susie Wiles | ট্রাম্পের আচরণ মাতালদের মতো! প্রতিশোধপ্রবণ!- ট্রাম্পের মানসিকতা নিয়ে অকপট চিফ অফ স্টাফ সুসি
Wednesday, December 17 2025, 3:15 am
Key Highlightsসম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস।
সম্প্রতি ভ্যানিটি ফেয়ারকে সাক্ষাৎকার দিয়েছেন হোয়াইট হাউসের চিফ অফ স্টাফ সুসি ওয়াইলস। সেখানে সুসি জানিয়েছেন, ‘ট্রাম্প মদ্যপান করেন না। কিন্তু তাঁর আচরণ মত্তদের মতো। এই ধরনের মানুষরা খুব চড়া দাগের হন।..ট্রাম্প মনে করেন, যাঁরা ভুল করেন, তাঁদের সরকারে থাকা উচিত নয়।’ সুসির কথায়, ‘ট্রাম্প মনে করেন, তিনি সব কিছু করতে পারেন।’ ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স কিরকম? জানিয়েছেন সুসি। তাঁর কথায়, ‘দশ বছর ধরে শুধু ষড়যন্ত্র খুঁজে গিয়েছে। সেনেটে দাঁড়ানোর সময়েই এই পরিবর্তনটা দেখেছিলাম। এটা কিছুটা রাজনৈতিকও।’
- Related topics -
- আন্তর্জাতিক
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- হোয়াইট হাউস
- আমেরিকা

