আন্তর্জাতিক

৮টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি আমেরিকার প্রশাসনের

৮টি চিনা অ্যাপে নিষেধাজ্ঞা জারি আমেরিকার প্রশাসনের
Key Highlights

আলিপে, উইচ্যাট পে-সহ চিনা সংস্থার সঙ্গে সম্পর্কিত ৮টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করার নির্দেশে স্বাক্ষর করলেন আমেরিকার প্রেসি়ডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপ ব্যবহারকারীদের যাবতীয় তথ্য এই সব সংস্থা বেজিংকে দিতে পারে বলে আশঙ্কা আমেরিকার প্রশাসনের। এই চিনা অ্যাপগুলির ব্যবহার আমেরিকায় নিষিদ্ধ করার পর ট্রাম্প জানিয়েছেন, এই অ্যাপগুলি তাদের ব্যবহারকারীদের কাছ থেকে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। আমেরিকার বিদায়ী প্রেসিডেন্টের আশঙ্কা, তা ব্যবহার করে চিন সরকার সরকারি কর্মচারীদের এবং কনট্রাক্টকরদের অবস্থান ও অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য হাতিয়ে নিয়ে পারে।