Donald Trump | রাষ্ট্রসংঙ্ঘে ঢুকতেই বিপত্তি, চললোনা এস্কেলেটর-টেলিপ্রম্পটার, সাবোট্যাজের অভিযোগ ট্রাম্পের
Thursday, September 25 2025, 6:02 am

‘সাবোট্যাজ’র সঙ্গে যারা যুক্ত তাদের গ্রেপ্তার করা উচিত বলে নিজের এক্স হ্যান্ডেলে দাবি তুলেছেন ট্রাম্প।
রাষ্ট্রসংঘে তাঁর বিরুদ্ধে ‘সাবোট্যাজ’ প্ল্যান করেছে! বিস্ফোরক দাবি করলেন আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, এদিন রাষ্ট্রসংঘের বৈঠকে যোগ দিতে যাওয়ার সময়ে মূল ভাষণ মঞ্চের দিকে ওঠা এসকেলেটরে পা দিতেই তা একটা বিকট শব্দ করে থেমে যায়। তিনি বক্তৃতা মঞ্চে ওঠার পরও ১৫ মিনিট টেলিপ্রম্পটার বন্ধ ছিল। পকেট থেকে চিরকুট বের করে নিজের ভাষণ চালিয়ে যেতে হয় তাঁকে। অভিযোগ তাঁর বক্তব্যের সময়ে ইচ্ছাকৃতভাবে সাউন্ড সিস্টেম খারাপ ছিল। রুষ্ট হয়ে সিক্রেট সার্ভিসকে তদন্ত করতে নির্দেশ দিয়েছেন ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- donald trump
- ডোনাল্ড ট্রাম্প
- রাষ্ট্রপুঞ্জ
- মার্কিন গোয়েন্দা সংস্থা
- রাষ্ট্র পুঞ্জ