Donald Trump | বন্ধ হবে আমেরিকার শিক্ষা দফতর! শিক্ষাব্যবস্থার 'উন্নতি' করতে বড় সিদ্ধান্ত ট্রাম্পের!

আমেরিকার শিক্ষা দফতরই পুরোপুরি বন্ধ করতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের ক্ষমতায় ফেরার পর থেকে দেশের জন্য একের পর এক বড় বদল আনছেন ডোনাল্ড ট্রাম্প। এবার আমেরিকার শিক্ষা দফতরই পুরোপুরি বন্ধ করতে চলেছেন তিনি। বৃহস্পতিবার হোয়াইট হাউসে হাজির ছিল বহু পড়ুয়ারা। তাদের মধ্যে বসেই নতুন নির্দেশিকায় সই করেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর জানানো হয়, মার্কিন শিক্ষা দফতর বলে আর কোনও কিছুর অস্তিত্ব থাকবে না। আগের মতো শিক্ষা ক্ষেত্রের দায়িত্ব নেবে প্রাদেশিক সরকারগুলি। এদিকে ট্রাম্পের এই নতুন নির্দেশের ফলে আপাতত শিক্ষার অনুদান এবং শিক্ষাকর্মীদের বেতন বন্ধ থাকবে।