ট্রাম্পের ‘প্রচারক’ হিসেবে কাজ করা প্রায় ৭০ হাজার অ্যাকাউন্টও এ বার মুছে দিল টুইটার

Wednesday, January 13 2021, 5:02 am
highlightKey Highlights

ক্যাপিটল হামলা ও তার পরবর্তী প্রেক্ষাপটে আগেই ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট বন্ধ হয়েছিল। এ বার তাঁর ‘প্রচারক’ হিসেবে কাজ করা প্রায় ৭০ হাজার অ্যাকাউন্টও এবার মুছে দিল টুইটার। পাশাপাশি তাবড় তাবড় সহযোগীর ব্যবসায়িক সমর্থনও হারিয়েছে ‘দ্য ট্রাম্প অর্গ্যানাইজ়েশন’। টুইটারের তরফে এ দিন জানানো হয়েছে, অতি দক্ষিণপন্থী যড়যন্ত্র তত্ত্ব ‘কিউঅ্যানন’ সম্পর্কিত অ্যাকাউন্টগুলিই মূলত মুছে ফেলেছে তারা। সংশ্লিষ্ট ষড়যন্ত্র তত্ত্ব অনুযায়ী, ট্রাম্প একা এমন একটি সাম্রাজ্যের বিরুদ্ধে লড়ছেন যারা আদতে শিশুদের সঙ্গে যৌনাচারে যুক্ত। এই তালিকায় রয়েছে বেশ কয়েকটি তাবড় ডেমোক্র্যাট নেতা, হলিউড অভিনেতা, এবং ভিন‌্‌ দেশের রাষ্ট্রনেতা। ক্যাপিটল হামলার প্রেক্ষিতে ভুয়ো ও হিংসাত্মক তথ্য ছড়ানোর অভিযোগে এই অ্যাকাউন্টগুলি বন্ধ করে দেওয়া হল।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File