আন্তর্জাতিক

Elon Musk | ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দিলেন ডোনাল্ড ট্রাম্প! কী দায়িত্ব সামলাবেন ধনকুবের?

Elon Musk | ইলন মাস্ককে গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদ দিলেন ডোনাল্ড ট্রাম্প! কী দায়িত্ব সামলাবেন ধনকুবের?
Key Highlights

হবু মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি জারি করে জানান, তাঁর প্রশাসনে 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হবেন ইলন মাস্ক।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের হয়ে ব্যাপক প্রচার করেছিলেন ইলন মাস্ক। ট্রাম্পের জয়ের নেপথ্যে বড় ভূমিকা পালনের জন্য এবার বড় উপহার পেলেন ধনকুবের মাস্ক। হবু মার্কিন প্রেসিডেন্ট বিবৃতি জারি করে জানান, তাঁর প্রশাসনে 'ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'র প্রধান হবেন ইলন মাস্ক। 'ডিপাটমেন্ট অফ গভর্নমেন্ট এফিশিয়েন্সি'তে আমলাতন্ত্রের অবসান ঘটানো হবে বলে জানিয়েছেন ট্রাম্প। বিধিনিয়মের জট কাটিয়ে, অযথা খরচ কমিয়ে ফেলতে হবে বলে নির্দেশ তাঁর। এখেত্রেই কাজ করবেন মাস্ক। উল্লেখ্য, এই দপ্তরে কাজ করবেন বিবেক রামস্বামীও।