Trump Tariff | আজ রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প, কোন দেশের ওপর কত ট্যারিফ চাপলো ?
Thursday, April 3 2025, 4:18 am

হোয়াইট হােউসের রোজ় গার্ডেন থেকে রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প।
আজ আমেরিকার লিবারেশন ডে তে রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করলেন ডোনাল্ড ট্রাম্প। কোন দেশের ওপর কত শুল্ক চাপাবেন তা ঘোষণা করলেন ট্রাম্প। চীনের ওপর চাপছে ৩৪% শুল্ক, ভারত: ২৬%, ইউরোপীয় ইউনিয়ন: ২০%, জাপান: ২৪%, দক্ষিণ কোরিয়া: ২৫%, সুইজ়ারল্যান্ড: ৩১%, ব্রিটেন: ১০%, মালয়েশিয়া: ২৪%, ব্রাজ়িল: ১০%, ইন্দোনেশিয়া: ৩২%, ভিয়েতনাম: ৪৬%, সিঙ্গাপুর: ১০%, দক্ষিণ আফ্রিকা: ৩০%, ইজ়রায়েল: ১৭%, পাকিস্তান: ২৯%, বাংলাদেশ: ৩৭%, শ্রীলঙ্কা: ৪৪%। সমস্ত ফরেন মেড অটোমোবাইলের উপর ২৫% ট্যারিফ ঘোষণা করেছে ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- ডোনাল্ড ট্রাম্প
- ট্রাম্প
- donald trump
- আমেরিকা
- শুল্ক