Supreme Court | মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে কাজে ফিরতে হবে চিকিৎসকদের, নাহলে নেওয়া হবে শাস্তিমূলক পদক্ষেপ : সুপ্রিম কোর্ট
গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় ১ মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা।
গত ৯ আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসক খুনের প্রতিবাদে প্রায় ১ মাস ধরে কর্মবিরতি পালন করছেন জুনিয়র ডাক্তাররা। বিচার না মেলা পর্যন্ত আন্দোলন চলবে বলে জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা। তবে সোমবার আরজিকর মামলার শুনানিতে শীর্ষ আদালত জানায়, মঙ্গলবার বিকেল পাঁচটার মধ্যে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরতে হবে চিকিৎসকদের। নির্ধারিত সময়সীমার মধ্যে যদি তাঁরা কাজে না ফেরেন, তাহলে চিকিৎসকদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করতে পারে রাজ্য। তবে আদালত এটাও জানায়, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে রাজ্যকে।