IMA | ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পরার অভিযোগে রেড রোডে আটক চিকিৎসক, কড়া বার্তা দিলো আইএমএ
রেড রোডের কার্নিভালে আটক এক চিকিৎসক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পড়েছিলেন।
রেড রোডের কার্নিভালে আটক এক চিকিৎসক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ‘প্রতীকী অনশনকারী’ ব্যাজ পড়েছিলেন। তাঁকে কার্নিভালের অনুষ্ঠান থেকে সরিয়ে ময়দান থানায় নিয়ে যাওয়া হয়। এই খবর সামনে আসতেই কড়া বিবৃতি দিয়েছে আইএমএর বেঙ্গল শাখা। আইএমএ বেঙ্গল শাখা বিবৃতিতে জানায়, ‘কার্নিভাল থেকে তাঁকে থানায় নিয়ে যাওয়ার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। তাঁকে অবিলম্বে সসম্মানে ছেড়ে দেওয়া হোক। তা না হলে আইএমএ অ্যাকশন কমিটির তরফে কড়া পদক্ষেপ নেওয়া হবে।'
- Related topics -
- শহর কলকাতা
- আর জি কর কান্ড
- কলকাতা পুলিশ
- রেড রোড