আফগানিস্তানে তালিবান তাণ্ডব নিয়ে জো বাইডেনকে খোঁচা প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের
Sunday, August 15 2021, 2:06 pm

তালিবান যখন গজনি, কন্দহর, হেরটের মতো একের পর এক প্রাদেশিক রাজ্য, শহর দখল করে কাবুলের দিকে এগোচ্ছে, ঠিক সেই সময়েই বাইডেনকে খোঁচা দিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাইডেনের উদ্দেশ্যে মন্তব্য করেন, ‘আমাকে মিস করছেন না তো?’ ট্রাম্পের জমানায় আমেরিকা সেনা মোতায়েন রেখেছিল আফগানিস্তানে। তবে বাইডেন ক্ষমতায় আসার পরই সিদ্ধান্ত নেন বিপুল পরিমাণ অর্থ খরচ করে আফগানিস্তানে সেনা মোতায়েন রাখার কোনও প্রয়োজন পড়ে না। অন্যদিকে আবার আমেরিকার মদতে প্রায় ৩ লক্ষ আফগান সেনাকে লড়াই করার জন্য আধুনিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে। নিজেদের দেশকে বাঁচানোর পক্ষে তাঁরাই যথেষ্ট এরূপ মন্তব্য করেছিলেন বাইডেন। এ বার তাঁর সেই মন্তব্যকে তুলে ধরেই বাইডেনকে নিশানা করলেন ট্রাম্প।
- Related topics -
- আন্তর্জাতিক
- আমেরিকা
- ডোনাল্ড ট্রাম্প
- জো বাইডেন
- আফগানিস্তান
- তালিবান