Operation Mahadev | শিবের বারেই নিকেশ পহেলগাঁও হামলার ৩ জঙ্গি! জানেন এই মিশনের নাম 'অপারেশন মহাদেব' কেন? নায়করাই বা কারা?

পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হত্যালীলার বদলা নিলো ভারতীয় সেনা, চিনার কর্পস ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী!
পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের ওপর হত্যালীলার বদলা নিলো ভারতীয় সেনা, চিনার কর্পস ও জম্মু কাশ্মীর পুলিশের যৌথবাহিনী! শ্রাবণ মাসের সোমবার, শিবের বারে পহেলগাঁও হামলার সঙ্গে যুক্ত ৩ জঙ্গিকে নিকেশ করলো 'অপারেশন মহাদেব'। যেখানে এই অপারেশন চলে, সেটা শ্রীনগরের জাবারওয়ান পর্বতমালার মহাদেব শৃঙ্গর আশপাশের ঘন জঙ্গলে ঢাকা এলাকা। তাই এই মিশনের নাম ‘অপারেশন মহাদেব’। সেনা সূত্রে খবর, অপারেশন মহাদেবকে সাফল্য এনে দিয়েছেন সেনাবাহিনীর স্পেশ্যাল ফোর্সের ফোর্থ প্যারার কমান্ডিং অফিসার ও জুনিয়ার কমিশনড অফিসারেরা।