India’s Oldest Train | জানেন ভারতের সবচেয়ে পুরাতন ট্রেন চলে কোথায়? এই ট্রেনের সঙ্গে রয়েছে নেতাজির যোগও!
Thursday, April 24 2025, 5:31 am
Key Highlightsএই ট্রেনের কালকাজি এক্সপ্রেস। হাওড়া থেকে কালকা পর্যন্ত চলে এই ট্রেন। ১৮৬৬ সালের পয়লা জানুয়ারিতে প্রথমবার ট্র্যাকে নামে কালকাজি এক্সপ্রেস।
১৮৫৩ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে শুরু হয়েছিল ভারতে রেল ব্যবস্থা। এরপর ক্রমশ শাখা, প্রশাখা বিস্তার করে,পরিষেবা উন্নতি করে বিশ্বের সর্ববৃহৎ রেল নেটওয়ার্কগুলির মধ্যে স্থান দখল করেছে ভারতীয় রেল। কিন্তু আপনি কি জানেন, এখনও একটি রুটে চলে দেশের সবচেয়ে পুরাতন ট্রেন? এই ট্রেনের কালকাজি এক্সপ্রেস। হাওড়া থেকে কালকা পর্যন্ত চলে এই ট্রেন। ১৮৬৬ সালের পয়লা জানুয়ারিতে প্রথমবার ট্র্যাকে নামে কালকাজি এক্সপ্রেস। সেই থেকে টানা দেড়শো বছর ধরে ছুটছে এই ট্রেন। এই ট্রেনের আরও এক নাম নেতাজি এক্সপ্রেস।
- Related topics -
- দেশ
- ভারত
- ভারতীয় রেল
- রেল মন্ত্রক
- হাওড়া জেলা

