Sunita Williams | 'শূন্যে' আটকে ছিলেন ৯ মাসের জন্য! জানেন এর জন্য সুনীতাদের অতিরিক্ত কত টাকা দিচ্ছে NASA?
Tuesday, March 18 2025, 5:00 pm
Key Highlightsপরিকল্পনা ছিল আটদিনের, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর।
পরিকল্পনা ছিল আটদিনের, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে ৯ মাস আন্তর্জাতিক স্পেস স্টেশনে আটকে পড়েন সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাহলে এই অতিরিক্ত ৯ মাসের জন্য কতটা বেশি বেতন পাচ্ছেন সুনীতারা? জানা গিয়েছে, সবমিলিয়ে অতিরিক্ত ১ লক্ষ টাকার বেশি পাবেন তারা। নভোচর ক্যাডি কোলম্যান জানাচ্ছেন, বিজ্ঞানীরাদের মাসিক বেতন ছাড়াও খাওয়াদাওয়া, দৈনন্দিন অন্যান্য খরচের ভার সরকারের। তাই মহাকাশ সফরে বাড়তি কোনও অর্থ দেওয়া হয় না। কিন্তু দীর্ঘদিন ধরে কাজের জন্য পৃথিবীর বাইরে থাকলে সেক্ষেত্রে ভাতা দিয়ে থাকে NASA।
- Related topics -
- আন্তর্জাতিক
- নাসা
- মহাকাশচারী
- মহাকাশ
- মহাকাশযান
- অন্যান্য
- বিজ্ঞানী
- বিজ্ঞান ও প্রযুক্তি
- সুনীতা উইলিয়ামস

