Ahmedabad Plane Crash | হাতে মিললো ডিএনএ রিপোর্ট, বিমান দুর্ঘটনার বলি গুজরাটি পরিচালক মহেশ কালাওয়াডিয়াও
Saturday, June 21 2025, 5:11 am
Key Highlightsডিএনএ রিপোর্ট জানাচ্ছে গুজরাটি চলচ্চিত্র নির্মাতা মহেশ কালাওয়াডিয়া ১২ জুন আমেদাবাদ এয়ার ইন্ডিয়া বিমান দুর্ঘটনায় মারা গিয়েছেন।
গত ১২ই জুন গুজরাটের আমেদাবাদে মেঘানিনগরে লোকালয়ে ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমান। বিমান দুর্ঘটনায় মৃত দেহগুলি ঝলসে গিয়েছে ফলে দেহ শনাক্ত করতে DNA টেস্ট করতে হচ্ছে। দুর্ঘটনার দিন থেকেই নিখোঁজ ছিলেন গুজরাটি চলচ্চিত্র নির্মাতা মহেশ কালাওয়াডিয়া ওরফে মহেশ জিরাওয়ালা। তাঁর স্ত্রী হেতালের আশঙ্কা ছিল বিমান দুর্ঘটনার সময় রাস্তায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে তিনি থাকতে পারেন। এবার সেই আশঙ্কায় সিলমোহর পড়লো। ডিএনএ রিপোর্ট বলছে বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছে মহেশের।
- Related topics -
- দেশ
- বিমান
- বিমান পরিষেবা
- আহমেদাবাদ বিমান দুর্ঘটনা
- ভারতীয় বিমান
- বিমান দুর্ঘটনা
- ডিএনএ
- এয়ার ইন্ডিয়া
- পরিচালক
- মৃত্যু

