দেশ

Ahmedabad Plane Crash | ঝলসে গিয়েছে দেহ! শনাক্ত করতে একমাত্র ভরসা DNA সংগ্রহ!

Ahmedabad Plane Crash | ঝলসে গিয়েছে দেহ! শনাক্ত করতে একমাত্র ভরসা DNA সংগ্রহ!
Key Highlights

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত দেহগুলি ঝলসে গিয়ে এমনই অবস্থা যে তা শনাক্ত করতে DNA সংগ্রহই একমাত্র ওয়ার্ড

আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় মৃত দেহগুলি ঝলসে গিয়ে এমনই অবস্থা যে তা শনাক্ত করতে DNA সংগ্রহই একমাত্র ভরসা। জানা গিয়েছে, গুজরাত পুলিশকে তদন্তে সাহায্য করবে NIA ও NSG দল। ইতিমধ্যেই দুর্ঘটনাস্থল পরীক্ষা করছে NIA সহ একাধিক কেন্দ্রীয় এজেন্সি। এখনও চলছে উদ্ধারকাজ। ধ্বংসস্তুপের নীচে আরও দেহ থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে এই বিমান দুর্ঘটনার তদন্ত করতে চায় বিদেশের তদন্তকারী সংস্থাও। ইতিমধ্যে কেন্দ্র উচ্চ পর্যায়ের তদন্তকারী দল গঠন করা হয়েছে।