দীপাবলিতে রাম জন্মভূমিস্থল সেজে উঠবে ৫ লাখ প্রদীপের আলোয়! দ্বীপোত্সব পালন করবে উত্তরপ্রদেশ সরকার।
Saturday, November 7 2020, 2:33 pm
Key Highlightsআদালত রামমন্দির গড়ার অনুমতি দেওয়ার পর এটাই প্রথম দীপাবলি অযোধ্যায়, তাই এবার অযোধ্যায় রাম জন্মভূমিতে দ্বীপোত্সব পালন করবে উত্তরপ্রদেশ সরকার। রাজ্যের পর্যটনমন্ত্রী নীলকান্ত তিওয়ারি সংবাদমাধ্যমে জানিয়েছেন, এবার দীপাবলিতে অযোধ্যায় রাম জন্মভূমিস্থলে জ্বলে উঠবে ৫ লাখ মাটির প্রদীপ। গত পাঁচশো বছর ধরে এই উৎসবের জন্য অপেক্ষা করেছিল অযোধ্যা। অযোধ্যায় দীপাবলি পালন নিয়ে সম্প্রতি একটি বৈঠক করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। করোনা সংক্রমণ না হলে এবার দ্বীপোত্সবে কয়েক কোটি মানুষ যোগ দিতে পারতেন কিন্তু মানুষজনের কাছে অনুরোধ অযোধ্যায় না এসে ভর্চুয়ালি উৎসবে অংশগ্রহণ করুক সকলে।
- Related topics -
- দেশ
- অযোধ্যা
- দীপোৎসব
- দিওয়ালি ২০২০

