করোনার বিরুদ্ধে যুদ্ধ করে চলে গেলেন অভিনেত্রী দিব্যা ভাটনগর , টেলি পাড়ায় শোকের ছায়া ।
Monday, December 7 2020, 7:54 am
Key Highlightsকরোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন টেলি জগতের জনপ্রিয় অভিনেত্রী দিব্যা ভাটনগর। গত ২৮ শে নভেম্বর তাঁকে শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তারপরেই তাঁর কোভিড রিপোর্ট পসিটিভ আসে। তাঁর শরীরে ক্রমশ অক্সিজেনের মাত্রা কমতে শুরু করায় চিকিৎসকেরা ভেন্টিলেশন সাপোর্ট দিয়ে রেখেছিলেন। তিনি 'ইয়ে রিসতা ক্যা কহেলতা হ্যায়' সিরিয়ালেও কাজ করেছেন। এতদিন ধরে যুদ্ধ করে শেষে রবিবার রাত ৩টে নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুতে টেলিপাড়া গভীরভাবে শোকাহত।
- Related topics -
- সেলিব্রিটি
- শান্তিতে বিশ্রাম
- দিব্যা ভাটনগর
- অভিনেত্রী
- কোভিড পজিটিভ
- ভারতীয়

