প্রবল বৃষ্টির জেরে পূর্ব রেলের তরফ থেকে বাতিল করা হলো একাধিক ট্রেন
Monday, September 20 2021, 1:32 pm
Key Highlightsসোমবার একনাগাড়ে ক্রমাগত বৃষ্টির জেরে একাধিক ট্রেন বাতিল করল পূর্ব রেল। বাতিল করা হয়েছে কলকাতা-গোরখপুর এবং কলকাতা-বালুরঘাট এক্সপ্রেস। এছাড়াও হাওড়া থেকে কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে। প্রবল বৃষ্টিতে হাওড়ার টিকিয়াপাড়া কারশেড সংলগ্ন এলাকা জলমগ্ন এমনকি রেললাইনেও জমেছে জল। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী এপ্রসঙ্গে জানান, লাগাতার বৃষ্টির জেরে কলকাতা স্টেশন থেকে বাতিল করা হয়েছে দুটি এক্সপ্রেস ট্রেন ।