দুয়ার সরকারে ভিড় এড়াতে একগুচ্ছ নয়া প্রকল্প প্রশাসনের
Wednesday, August 18 2021, 4:37 am
Key Highlightsগত ১৬ ই আগস্ট থেকে রাজ্য সরকারের নির্দেশমত গোটা রাজ্যব্যাপী 'দুয়ারে সরকার' ক্যাম্প বসছে। সেখানে সরকারি নানা প্রকল্পের সুবিধে মিলছে। এবার নয়া প্রকল্পগুলির মধ্যে "লক্ষ্মীর ভান্ডার" সবার নজর কেড়েছে। নবান্ন সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের পর দুয়ারের সরকারের প্রথম দিনেই ১০ লক্ষ মানুষ শুধুমাত্র 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের জন্য আবেদন করেছে। এমত অবস্থায় স্রেফ বিপুল জনসমাগমই নয়, অনেক ক্ষেত্রে আবার সম্পূর্ণ কোভিড বিধি মানাও সম্ভব হয়নি। এই পরিস্থিতি সামাল দিতে এবার থেকে ক্যাম্পে চালু হবে টোকেন সিস্টেম। পাশাপাশি নবান্ন সূত্রে আরও জানানো হয়েছে, দুয়ার সরকারের এক-একটি ক্যাম্পের হাজারের বেশি আবেদন নেওয়া যাবে না।