Donald Trump | 'অসম্মানজনক'! ক্যাথলিক গোষ্ঠী-ফ্রান্সের ধর্মাযাজকদের পর প্যারিস অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে সমালোচনা করলেন ট্রাম্প
Tuesday, July 30 2024, 11:30 am
Key Highlightsঅনুষ্ঠানকে "অসম্মানজনক" বললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
প্যারিসে চলছে অলিম্পিক্স ২০২৪। সম্প্রতি ধুমধাম করে আয়োজিত হয় অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠান। তবে সেই অনুষ্ঠানকে "অসম্মানজনক" বললেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘আমি খোলামনের মানুষ কিন্তু তারা যা করেছে, সেটার লজ্জাজনক।’ উল্লেখ্য, সেই অনুষ্ঠানে ‘ড্রাগ কুইন’ (মেয়েদের পোশাকে ছেলেদের নারীত্ব প্রদর্শনের পারফরম্যান্স) ছাড়াও বিশ্ববিখ্যাত শিল্পী লিওনার্দো দ্য ভিঞ্চির আঁকা অমর চিত্রকর্ম ‘দ্য লাস্ট সাপার’ এর প্যারোডি করা হয়েছিল। এরপরই অলিম্পিক্স উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে তীব্র সমালোচনা করছেন ক্যাথলিক গোষ্ঠী ও ফ্রান্সের ধর্মাযাজকেরা।

