Newtown | “এগোবেন না…চালিয়ে দেব”! নিউটাউনে তিন সহকর্মীকে হামলা করে রক্তাক্ত ছুরি নিয়ে 'হুঁশিয়ারি' কারিগরি ভবনের কর্মীর!

Thursday, February 6 2025, 9:05 am
highlightKey Highlights

ছুটি নিয়ে বিবাদ, রাগের মাথায় তিন সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা চালালেন কারিগরি ভবনের কর্মী!


ছুটি নিয়ে বিবাদ, রাগের মাথায় তিন সহকর্মীদের উপর ছুরি নিয়ে হামলা চালালেন কারিগরি ভবনের কর্মী! হামলার পর কয়েকজন পুলিশের নিরাপত্তা রক্ষী কর্মীকে ছুরি দিয়ে আঘাত করেন বলেন বলেও অভিযোগ। এরপর রক্তাক্ত ছুরি হাতেই বেরিয়ে পড়েন রাস্তায়। কেউ ওই ব্যক্তির কাছাকাছি এলে তিনি বলছেন, “একদম এগোবেন না…চালিয়ে দেব।” ব্যক্তিকে মাথা ঠান্ডা করার কথা বললে তিনি বলেন,“মাথা ঠান্ডাই ছিল। ওরা বলেছিল তোর কোন বাবা….।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মানসিক সমস্যা রয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File