Russian Plane Crash | ভেঙে পড়লো 'উধাও' হওয়া যাত্রীবাহী রাশিয়ার বিমান! ৫০ জনেরই মৃত্যুর আশঙ্কা!
Thursday, July 24 2025, 8:02 am
Key Highlightsওই বিমানে ৬ জন বিমানকর্মী সহ ৪৩ জন। যার মধ্যে ৫ জন শিশুও ছিল।
গন্তব্যে পৌঁছনোর কিছুক্ষণ আগেই আজ সকালে নিখোঁজ হয়ে গিয়েছিলো যাত্রিবাহী রাশিয়ার বিমান। মাঝ আকাশেই কন্ট্রোল টাওয়ারের সঙ্গে AN 24 বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়। রাশিয়ার স্থানীয় আপৎকালীন বিষয়ক মন্ত্রক জানিয়েছিল, রেডার স্ক্রিনে কিছুই দেখা যাচ্ছিল না। তবে কয়েক ঘন্টার মধ্যেই সেই বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলল চিন সীমান্তের কাছে! জানা গিয়েছে, ওই বিমানে ৬ জন বিমানকর্মী সহ ৪৩ জন। যার মধ্যে ৫ জন শিশুও ছিল। দুর্ঘটনার পর ক্রু মেম্বার ও যাত্রীদের কী অবস্থা তা এখনও জানা যায়নি। তবে বড় বিপদেরই আশঙ্কা করা হচ্ছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- রাশিয়া
- চিন
- চীন
- বিমান
- বিমান দুর্ঘটনা

