বড়পর্দায় ফিরছে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’! অসম বয়সের বন্ধুত্বের কাহিনি আবারও ফিরছে সিনেমার পর্দায়।

Wednesday, November 25 2020, 10:45 am
বড়পর্দায় ফিরছে রবি ঠাকুরের ‘কাবুলিওয়ালা’! অসম বয়সের বন্ধুত্বের কাহিনি আবারও ফিরছে সিনেমার পর্দায়।
highlightKey Highlights

জ“খোখী, তোমি শশুরবাড়ি কখুনু যাবে না!” ছোট্ট মিনিকে খেলার ছলে বলেছিল তার ‘কাবুলিওয়ালা’। ছোট্ট এই কাহিনিকেই পাঁচের দশকে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন পরিচালক তপন সিনহা। কাবুলিওয়ার চরিত্রে ছবি বিশ্বাসের অভিনয় আজও সিনেপ্রেমী বাঙালি দর্শকের মনে রয়ে গিয়েছে। ছোট্ট মিনির চরিত্রে অভিনয় করেছিলেন শিশুশিল্পী টিঙ্কু। এবার সুজয় ঘোষের পরিচালনায় “কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা” ডাকের মিষ্টত্ব আবারও ফিরতে চলেছে সিনেমার পর্দায়। ‘কাবুলিওয়ালা’ গল্প নিয়ে সিনেমা তৈরি প্রসঙ্গে কথা বলতে গিয়ে সুজয় ঘোষ জানান,এটি তাঁর ড্রিম প্রজেক্ট। এই স্বপ্ন সফল হওয়ায় সহযোগী প্রযোজনা সংস্থাগুলির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুজয়।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File