Deep Fridge | জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঝুলিতে পুরলো আবির-তনুশ্রীর বাংলা ছবি ‘ডিপ ফ্রিজ’
Friday, August 1 2025, 4:46 pm

সেরা বাংলা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতল পরিচালক অর্জুন দত্তের ছবি ‘ডিপ ফ্রিজ’।
১ আগস্ট, শুক্রবার ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ীদের নামের তালিকা প্রকাশ্যে এসেছে। এই তালিকায় জায়গা করে নিয়েছে পরিচালক অর্জুন দত্তের সিনেমা ‘ডিপ ফ্রিজ’। সেরা বাংলা ছবির শিরোপা জিতেছে আবির চট্টোপাধ্যায়, তনুশ্রী চক্রবর্তী, দেবযানী চট্টোপাধ্যায়, অনুরাধা মুখোপাধ্যায় প্রমুখ অভিনীত এই ছবিটি। ‘ডিপ ফ্রিজ’ মূলত দীর্ঘদিন বিবাহবিচ্ছিন্ন দু’জন স্বর্ণাভ (আবির চট্টোপাধ্যায়) ও মিলি (তনুশ্রী চক্রবর্তী) এই দুজনের আবেগ, তাদের যন্ত্রণা লুকিয়ে রাখার গল্প। পুরস্কারের খবরে আপ্লুত পরিচালক সহ অভিনেতারা।