Kolkata-China | ভারত এবং চীনের মধ্যে সরাসরি বিমান ব্যবস্থা চালু হতে চলেছে, কলকাতা থেকে ছাড়বে প্লেন! ঘোষণা বিদেশ মন্ত্রকের

এই মাসের শেষ থেকে ভারত ও চিনের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা শুরু করা হবে।
কোভিড মহামারীর জন্য বন্ধ হয়ে গিয়েছিল ভারত চিন বিমান চলাচল। তারমধ্যে লাদাখ সীমান্তে সংঘাতের জেরে ভারত-চিনের দ্বিপাক্ষিক সম্পর্ক একেবারে তলানিতে ঠেকেছিল। ফের সম্পর্ক স্বাভাবিক করতে আগ্রহী দুই দেশই। বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই মাসের শেষ থেকে ভারত ও চিনের মধ্যে আবার সরাসরি বিমান পরিষেবা শুরু করা হবে। ইন্ডিগো ঘোষণা করেছে, আগামী ২৬ অক্টোবর থেকে কলকাতা ও গুয়াংঝুর মধ্যে বিমান চালুর পরিকল্পনা আছে। রোজ চলবে সেই বিমান। পাঁচ বছর পর দুদেশের বিমান চলাচল শুরু হবে।