Diljit Dosanjh | 'যতদিন না এটা হচ্ছে, ততদিন আমি ভারতে শো করব না’! কী শর্ত দিলেন দিলজিৎ?

Monday, December 16 2024, 3:50 pm
highlightKey Highlights

পরিকাঠামো উন্নতি না হওয়া পর্যন্ত ভারতে আর কনসার্ট করবেন না বলে জানালেন জনপ্রিয় গায়ক!


দিলজিৎ ফ্যানদের জন্য খারাপ খবর! পরিকাঠামো উন্নতি না হওয়া পর্যন্ত ভারতে আর কনসার্ট করবেন না বলে জানালেন জনপ্রিয় গায়ক! ১৪ ডিসেম্বর চণ্ডীগড়ের শো চলাকালীন তিনি নিজের মাতৃভাষা পাঞ্জাবিতে বলেন, ‘আমাদের এখানে লাইভ শোয়ের জন্য সঠিক পরিকাঠামো নেই। আপনারা সবাই এই ধরনের স্টেজের জন্য আমাকে দূর থেকে দেখছেন। আমি পরের বার চেষ্টা করব যে মঞ্চটি যেন গোল হয়। আর আপনারা আমাকে কেন্দ্র করে আমার আশেপাশে ঘুরতে পারেন। যতদিন না এটা হচ্ছে, ততদিন আমি ভারতে শো করব না।’ ইতিমধ্যে এই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মাধ্যমে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File