খেলাধুলা

Asia Cup Hockey | এশিয়া কাপে অনিশ্চিত পাক হকি দল! কলকাতা সফরে উল্টো সুর হকি ইন্ডিয়া প্রেসিডেন্টের

Asia Cup Hockey | এশিয়া কাপে অনিশ্চিত পাক হকি দল! কলকাতা সফরে উল্টো সুর হকি ইন্ডিয়া প্রেসিডেন্টের
Key Highlights

কলকাতায় এসে হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে দাবি করলেন, পাকিস্তানের খেলতে আসা নিয়ে তাঁরা এখনও আশাবাদী।

২৭ অগস্ট থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ হকি টুর্নামেন্ট। চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। এবার এই টুর্নামেন্টের আয়োজক দেশ ভারত। জাপান, কোরিয়া, চিন, মালয়েশিয়া, ওমান, চাইনিজ তাইপে ছাড়াও এই টূর্নামেন্টে পাকিস্তানের অংশ নেওয়ার কথা ছিল। হকি এশিয়া কাপের জন্য পাকিস্তানকে ভিসাও মঞ্জুর করেছিল ভারত সরকার। তবে ভিসা পাওয়ার পরই পাক হকি ফেডারেশন জানিয়ে দেয়, ভারতের পন্থা অনুসরণ করেই তারা দল পাঠাবে না। যদিও হকি ইন্ডিয়ার প্রেসিডেন্ট দিলীপ তিরকে কলকাতা সফরে এসে জানালেন, পাকিস্তানের খেলতে আসা নিয়ে তাঁরা এখনও আশাবাদী।