রাজ্য

Dilip Ghosh | দিলীপের ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যক্তিত্বই পছন্দ রিঙ্কুর! কবে থেকে বাড়লো দিলীপ-রিঙ্কুর ঘনিষ্ঠতা?

Dilip Ghosh | দিলীপের ‘রাফ অ্যান্ড টাফ’ ব্যক্তিত্বই পছন্দ রিঙ্কুর! কবে থেকে বাড়লো দিলীপ-রিঙ্কুর ঘনিষ্ঠতা?
Key Highlights

আজ, সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। পাত্রী, দলেরই কর্মী বছর ৫১ এর রিঙ্কু মজুমদার।

আজ, সন্ধ্যায় বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বিজেপির দাপুটে নেতা দিলীপ ঘোষ। পাত্রী, দলেরই কর্মী বছর ৫১ এর রিঙ্কু মজুমদার। কিন্তু কেন ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপকেই জীবনসঙ্গী হিসেবে বেছে নিলেন রিঙ্কু? এক সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “ওইজন্যই ওঁকে পছন্দ করি। ওঁর আত্মত্যাগ। দল, দেশ, রাজ্যের জন্য ওঁর যে নিষ্ঠা, সেগুলোই আমাকে উদ্বুদ্ধ করেছে।” জানা গিয়েছে, গত বছরের সেপ্টেম্বর থেকে ঘনিষ্ঠতা বাড়ে দিলীপ, রিঙ্কুর। এরপর মাস তিনেক সময় নিয়ে, মায়ের সম্মতি নিয়ে বিয়েতে রাজি হন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।