Digha Jagannath Temple | স্বস্ত্রীক দিঘার জগন্নাথ মন্দিরে হাজির দিলীপ ঘোষ! রাখলেন রাজ্য সরকারের আমন্ত্রণ!

Wednesday, April 30 2025, 1:27 pm
highlightKey Highlights

রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলেই দিঘায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি।


আমন্ত্রণ রাখলেন বিরোধী বিজেপি নেতা দিলীপ ঘোষ। আজ দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন রাজ্য সরকারের আমন্ত্রণ রক্ষা করে স্ত্রী রিঙ্কুকে নিয়ে বুধবার বিকেলেই দিঘায় পৌঁছে গেলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। মঙ্গলবারই দিলীপ ঘোষ জানিয়েছিলেন, তিনি আমন্ত্রণ পেয়েছেন। দিঘার মন্দিরে যেতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু তাঁর এই বক্তব্যে জল্পনা বাড়ে রাজনৈতিক মহলে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিকল্পনাতেই তৈরি হয়েছে দিঘার এই জগন্নাথ মন্দির। আর এই মন্দির নিয়ে প্রবল আপত্তি জানিয়েছিলেন রাজ্যের বিরোধী দলের একাংশ।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File