রাজ্য

Digha Jagannath Temple | দিঘার জগন্নাথ মন্দিরের নিমকাঠ বিতর্কের ইতি টানলো ওড়িশা সরকার! কী বললেন আইনমন্ত্রী?

Digha Jagannath Temple | দিঘার জগন্নাথ মন্দিরের নিমকাঠ বিতর্কের ইতি টানলো ওড়িশা সরকার! কী বললেন আইনমন্ত্রী?
Key Highlights

ওড়িশার আইনমন্ত্রী জানিয়েছেন, 'এটা কোনওভাবেই সম্ভব নয়। দ্বৈতাপতি মুখ ফসকে এটা বলে দিয়েছেন'।

দিঘার জগন্নাথ মন্দির নিয়ে শুরু হয়েছে বাংলা ওড়িশা সংঘাত। পুরীর মন্দিরের সেবায়ত রাজেশ দৈতাপতি প্রথমে দাবি করেছিলেন, ২০১৫ সালে পুরীর মন্দিরে নবকলেবরে ব্যবহৃত পবিত্র নিম কাঠের অবশিষ্ট অংশ দিয়েই বানানো হয়েছে দিঘায় জগন্নাথের বিগ্রহ। এরপরই দিঘার জগন্নাথ মন্দিরের বিগ্রহর নিমকাঠ কোথা থেকে এসেছে, তা নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। পরে তিনিই ওড়িশায় পৌঁছে সম্পূর্ণ বিপরীত মন্তব্য করেন। এবার সেই বিতর্কের ইতি টেনে ওড়িশার আইনমন্ত্রী জানিয়েছেন, 'এটা কোনওভাবেই সম্ভব নয়। দ্বৈতাপতি মুখ ফসকে এটা বলে দিয়েছেন'।