রাজ্য

Digha Jagannath Temple | পাহাণ্ডি বিজয় থেকে হস্তীবেশে রূপদর্শন- হবে সবই, দিঘার রথযাত্রায় হইহই রব, তুঙ্গে প্রস্তুতি

Digha Jagannath Temple | পাহাণ্ডি বিজয় থেকে হস্তীবেশে রূপদর্শন- হবে সবই, দিঘার রথযাত্রায় হইহই রব, তুঙ্গে প্রস্তুতি
Key Highlights

পুরীর বিখ্যাত মন্দিরের মতো একই রীতি অনুসরণ করে এদিন সাজবেন দিঘার জগন্নাথ দেব। পাহাণ্ডি বিজয় থেকে হস্তীবেশে রূপদর্শন, সবই অনুষ্ঠিত হবে একে একে।

বুধবার অর্থাৎ ১১ জুন হতে চলেছে জগন্নাথদেবের স্নানযাত্রা। রথযাত্রায় এবার প্রস্তুতি তুঙ্গে দিঘায়। পুরীর মতোই রীতিনীতি মানা হবে দিঘার জগন্নাথ মন্দিরেও। ১১ তারিখ, বুধবার সকাল ৯টায় নিয়ম মেনে দিঘার জগন্নাথ মন্দিরে পাহাণ্ডি বিজয় উৎসব হবে। বেলা ঠিক ১১টায় অনুষ্ঠিত হবে জগন্নাথ, বলদেব ও সুভদ্রার স্নানযাত্রা। দুপুর ১টা থেকে রাত ৮টা পর্যন্ত জগন্নাথের গজবেশ দর্শন অর্থাৎ হস্তীবেশে রূপদর্শন করতে পারবেন ভক্তরা। ১২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত দর্শন বন্ধ। ২৬ তারিখ থেকে ফের শুরু জগন্নাথদর্শন। ২৭ জুন, রথযাত্রা।