Digha Jagannath Temple | চরমে পুরী-দিঘা সংঘাত! 'জগন্নাথ ধাম' নিয়ে পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি ওড়িশা সরকারের!
Monday, May 5 2025, 8:29 am
Key Highlightsসূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরে পুরীর বিগ্রহ তৈরির উদ্বৃত্ত নিম কাঠের ব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার৷
দিঘার জগন্নাথ মন্দির নিয়ে একাধিক 'আপত্তি' ও 'অভিযোগ' ওড়িশা সরকারের৷ সূত্রের খবর, দিঘার জগন্নাথ মন্দিরে পুরীর বিগ্রহ তৈরির উদ্বৃত্ত নিম কাঠের ব্যবহার হয়েছে কি না, তা নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে ওড়িশা সরকার৷ দিঘার জগন্নাথ মন্দিরকে 'জগন্নাথ ধাম' বলে সম্বোধনেও আপত্তি জানিয়েছে ওড়িশা। এই নিয়ে চিঠিও দেওয়া হয়েছে। সম্প্রতি ওড়িশার আইনমন্ত্রী হরিচন্দ্রন বলেন, ‘জগন্নাথ মন্দিরের পবিত্র কাঠ বেআইনি ভাবে ব্যবহার করে দিঘার মন্দিরের বিগ্রহ তৈরির অভিযোগ যদি প্রমাণিত হয়, তাহলে কাউকে রেয়াত করা হবে না।'
- Related topics -
- রাজ্য
- পশ্চিমবঙ্গ
- ওড়িশা
- পুরী
- দিঘা
- মন্দির
- জগন্নাথ মন্দির

