রাজ্য

Digha Jagannath Temple | দিঘায় নেমেছে ভক্তের ঢল, কখন দিতে পারবেন পুজো? জেনে নিন

Digha Jagannath Temple | দিঘায় নেমেছে ভক্তের ঢল, কখন দিতে পারবেন পুজো? জেনে নিন
Key Highlights

হিসাব বলছে, বুধবার মন্দির উদ্বোধনের ৩-৪ ঘণ্টার মধ্যে ২ লক্ষ পুণ্যার্থীর ভিড় হয়েছে শ্রীক্ষেত্র দিঘায়।

দিঘায় প্রাণপ্রতিষ্ঠা হয়েছে জগন্নাথদেবের। বুধবার মন্দির উদ্বোধনের দিন লক্ষাধিক ভক্ত সমাগম হয়েছে মন্দিরে। বৃহস্পতিবার সকাল থেকেই ভক্তদের ঢল নামছে মন্দির চত্বরে। কতৃপক্ষ সূত্রে খবর, প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকছে দিঘার জগন্নাথ মন্দির। এই সময় যেকোনো ভক্ত বিগ্রহের দর্শন করতে পারবেন। রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি এই মন্দিরে মোট ৭টি দরজা রয়েছে। এর মধ্যে ১, ২, ৩ ও ৬ নম্বর দরজা দিয়ে এখন প্রবেশ করা যাবে। মূল দরজার সামনে কাউন্টারে জুতো খুলে প্রবেশ করতে পারবেন ভক্তরা।