রাজ্য

Digha Jagannath Temple | হাতে আর মাত্র ৩ দিন, দিঘায় পুরোদমে চলছে শান্তিযজ্ঞের আয়োজন, তৎপর প্রশাসন

Digha Jagannath Temple | হাতে আর মাত্র ৩ দিন, দিঘায় পুরোদমে চলছে শান্তিযজ্ঞের আয়োজন, তৎপর প্রশাসন
Key Highlights

জগন্নাথ মন্দির উদ্বোধনের আগে ২৮ এপ্রিল, সোমবার শুরু হয়ে যাচ্ছে দিঘা থেকে ১১৬বি জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ।

অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দিরের। হাতে আর মাত্র তিনদিন। দিঘায় তৎপর প্রশাসন। ২৮ এপ্রিল, সোমবার থেকে দিঘা থেকে ১১৬বি জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণ করা হবে। প্রত্যেকটি সড়কে থাকছে চেকপোস্ট। পাস দেখিয়ে নিতে হবে প্রবেশের অনুমতিপত্র। বাকি গাড়িগুলির জন্যে দিঘা গেট সংলগ্ন এলাকায়, দিঘা বাইপাসের জমিতে, হেলিপ্যাড ময়দানে, দিঘা স্টেট জেনারেল হাসপাতালের মাঠে, নিউ দিঘা সহ একাধিক পার্কিং এরিয়া গড়ে তোলা হয়েছে। ট্রেনের যাত্রীরা ওল্ড দিঘার রাস্তা বা বাইপাস ধরে হেঁটে পৌঁছতে পারবেন মন্দিরে।