Sheikh Hasina | 'দাঙ্গাকারী'দের দেখা মাত্রই গুলি করার নির্দেশ দিয়েছিলেন হাসিনাই? ফাঁস অডিও!
Wednesday, July 9 2025, 12:19 pm

সেই অডিও সিনিয়র সরকারি আধিকারিকদের সঙ্গে হাসিনার কথোপকোথন। বিবিসি সেই অডিওটির সত্যতা যাচাই করেছে।
গত বছর জুলাইয়ে বাংলাদেশে ছাত্র জনতা আন্দোলনের পর পতন হয় হাসিনা সরকারের। তারপর থেকে সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দায়ের হয় একাধিক খুনের মামলা। রাষ্ট্রসংঘের তথ্য অনুসারে, অন্তত ১ হাজার ৪০০ মানুষকে হত্যা করা হয়েছিল সেই সময়। এবার ফাঁস হলো জুলাইয়ের 'দাঙ্গা' নিয়ে হাসিনার এক চাঞ্চল্যকর অডিও! দাবি, সেই অডিও সিনিয়র সরকারি আধিকারিকদের সঙ্গে হাসিনার কথোপকোথন। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে বলতে শোনা যাচ্ছে, ”যেখানেই ওদের দেখবে গুলি করে মারো।” জানা গিয়েছে, বিবিসি সেই অডিওটির সত্যতা যাচাই করেছে।
- Related topics -
- আন্তর্জাতিক
- বাংলাদেশ
- শেখ হাসিনা
- ভাইরাল