Rajdhani Express | ট্রেনে নাশকতার ছক! লোকো পাইলটের সতর্কতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো রাজধানী ও দূরপাল্লার ট্রেন!

Tuesday, May 20 2025, 7:54 am
highlightKey Highlights

সূত্রের খবর, দালেলনগর থেকে উমরতালি যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেল লাইনে মোটা তার দিয়ে কাঠের পাঠাতন বেঁধে রেখেছিল।


আবারও ট্রেনে নাশকতার ছক! একটুর জন্য রক্ষা পেল ডিব্রুগড় দিল্লি রাজধানী এক্সপ্রেস ও দূরপাল্লার ট্রেন কাঠগোদাম! সূত্রের খবর, দালেলনগর থেকে উমরতালি যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা রেল লাইনে মোটা তার দিয়ে কাঠের পাঠাতন বেঁধে রেখেছিল। সেই সময় ২০৫০৪ রাজধানী এক্সপ্রেস ওই রেলপথ ধরে অসমের ডিব্রুগড় থেকে দিল্লি যাচ্ছিলো। তবে লোকো পাইলটের সতর্কতায় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। এদিকে কাঠগোদাম এক্সপ্রেসও একই ঘটনার সামনে পড়ে। তখনও লোকো পাইলটের চেষ্টায় বিপদ এড়ানো গিয়েছে।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File