RCB | বিক্রি হয়ে যাচ্ছে RCB! পদপিষ্টের ঘটনার জের? কর্মকর্তাদের সিদ্ধান্তে ঘনাচ্ছে সন্দেহ

Tuesday, June 10 2025, 3:42 pm
RCB | বিক্রি হয়ে যাচ্ছে RCB! পদপিষ্টের ঘটনার জের? কর্মকর্তাদের সিদ্ধান্তে ঘনাচ্ছে সন্দেহ
highlightKey Highlights

RCB বিক্রি করার পরিকল্পনা করছে ব্রিটেনের স্পিরিট সংস্থা ডিয়াজিও। ভারতে IPL গর্ভনিং বডির কিছু নিয়মের জন্যই তাঁদের এই পদক্ষেপ নিতে হচ্ছে বলে খবর।


আইপিএল জিতলেও সময়টা মোটেই ভালো যাচ্ছে না আরসিবির। চিন্নাস্বামী স্টেডিয়ামে ট্রফি জেতার সেলিব্রেশনে পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় সরগরম ক্রীড়ামহল। এবার শোনা গেলো আরসিবির মালিকানা নাকি বিক্রি করে দিতে চাইছেন মালিকেরা। এই মুহূর্তে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিক ব্রিটিশ কোম্পানি দিয়াজিও পিএলসি। এরা মূলত মদপ্রস্তুতকারক সংস্থা। সূত্রের খবর, মদ ও তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ করতে তৎপর ভারতের স্বাস্থ্যমন্ত্রক। আশঙ্কা সেজন্যেই তাড়াতাড়ি পাততাড়ি গোটাতে চাইছেন মালিকেরা। প্রসঙ্গত, বর্তমানে RCB’র বাজারদর প্রায় ২ বিলিয়ন ডলার।




পিডিএফ ডাউনলোড | Print or Download PDF File